হাওড়ায় তৃণমূলের প্রতিবাদ সভা
রিমা ঘোষ, আমতা, হাওড়া-:
অন্য ১২ টি রাজ্যের সঙ্গে বাংলায় শুরু হয়েছে ভোটার তালিকায় নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর। তৃণমূলের অভিযোগ 'সার'-কে সামনে রেখে বাংলার লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার ঘৃণ্য চক্রান্তে মেতে উঠেছে জাতীয় নির্বাচন কমিশন। এছাড়া ১০০ দিনের কাজ, আবাস যোজনা, সড়ক যোজনা সহ নানান ক্ষেত্রে বাংলার প্রাপ্য কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ রাখার পাশাপাশি তথ্য ছাড়াই রাজ্যের বিরুদ্ধে সীমাহীন কুৎসার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডা. নির্মল মাজির নেতৃত্বে আমতা ফুটবল মাঠে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রধান বক্তা ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায়।
Comments
Post a Comment