হাওড়ায় তৃণমূলের প্রতিবাদ সভা


রিমা ঘোষ, আমতা, হাওড়া-:

       অন্য ১২ টি রাজ্যের সঙ্গে বাংলায় শুরু হয়েছে ভোটার তালিকায় নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর। তৃণমূলের অভিযোগ 'সার'-কে সামনে রেখে বাংলার লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার ঘৃণ্য চক্রান্তে মেতে উঠেছে জাতীয় নির্বাচন কমিশন। এছাড়া ১০০ দিনের কাজ, আবাস যোজনা, সড়ক যোজনা সহ নানান ক্ষেত্রে বাংলার প্রাপ্য কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ রাখার পাশাপাশি তথ্য ছাড়াই রাজ্যের বিরুদ্ধে সীমাহীন কুৎসার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে  উলুবেড়িয়া উত্তরের  বিধায়ক ডা. নির্মল মাজির নেতৃত্বে আমতা ফুটবল মাঠে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রধান বক্তা ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায়।
উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, আমতার বিধায়ক সুকান্ত কুমার পাল, দমদম-ব্যারাকপুর তৃণমূল সাংগঠনিক জেলা  মহিলা সভানেত্রী সোনালী সিংহরায় সহ অসংখ্য তৃণমূল কর্মী। প্রত্যেক বক্তা রাজ্যের প্রতি বিজেপি  পরিচালিত কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে তীব্র  প্রতিবাদ জানান।

Comments

Popular posts from this blog

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া

বিজেপি কর্মীকে মারধর অভিযোগের তীর তৃণমূলের দিকে ঘটনার প্রতিবাদে সালানপুর থানায় বিক্ষোভ বিজেপির