রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগে মাইথন অফিসের সামনে বিক্ষোভ কর্মসুচি দেখাল ঝাড়খন্ড প্রদেশ তৃণমূল কংগ্রেস কমিটি




কাজল মিত্র: মাইথন:-  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসির বিরুদ্ধে রাজ্য সরকারকে না জানিয়ে লক্ষ লক্ষ কিউসেক জল ছাড়ার অভিযোগ করেছেন এর ফলে পশ্চিমবঙ্গের বিরাট একটা অংশে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এবার দামোদর ভ্যালি কর্পোরেশন জল ছাড়ার পরে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও একই অভিযোগ করেছেন। বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে রয়েছেন। সেখান থেকেও তিনি জল ছাড়া নিয়ে ডিভিসিকে আক্রমন করেছেন।

মুখ্যমন্ত্রীর মতো এবার মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়া নিয়ে মঙ্গলবার সকালে ঝাড়খণ্ডের মাইথনে ডিভিসির সদর দপ্তরে দলের বিক্ষোভ কর্মসূচি থেকে কেন্দ্রীয় সংস্থাকে আক্রমণ করলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক।এদিন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ঝাড়খণ্ড তৃনমুল কংগ্রেসের ডাকে মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে ডিভিসির দপ্তরের সামনে একটি বিক্ষোভ অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছিলো। এই বিক্ষোভ কর্মসূচির আগে একটি মিছিল করা হয়। কল্যানেশ্বরী থেকে প্রায় ৪ কিলোমিটার হয় এই মিছিল।

সেই মিছিলে আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ বিপুল সংখ্যায় দলের নেতা ও কর্মী উপস্থিত ছিলেন। বিক্ষোভের পরে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, দামোদর ভ্যালি কর্পোরেশন পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে বারবার জল ছেড়ে দিচ্ছে। যার ফলে বাংলার বিরাট একটা অংশে বন্যার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে এর বিরোধিতা করেছেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের নির্দেশে দামোদর ভ্যালি কর্পোরেশন বাংলাকে হয়রানি করে চলেছে। এই কারণেই আজ এই প্রতিবাদ করা হচ্ছে।

এদিনের এই বিক্ষোভ সমাবেশে মন্ত্রী মলয় ঘটক ছাড়াও উপস্থিত ছিলেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন চক্রবর্তী, রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি, জেলার সভাধিপতি দেবু টুডু , সহ বিভিন্ন কাউন্সিলর ও দলের নেতৃবৃন্দ।

Comments

Popular posts from this blog

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া

বিজেপি কর্মীকে মারধর অভিযোগের তীর তৃণমূলের দিকে ঘটনার প্রতিবাদে সালানপুর থানায় বিক্ষোভ বিজেপির