লছিপুর সংলগ্ন জিটি রোড থেকে ১০ গ্রাম ড্রাগস সহ গ্রেফতার এক স্কুটি চালক


কাজল মিত্র: কুলটি:- আসানসোলের দিক থেকে লছিপুর যৌন পল্লীতে প্রায় ১০গ্রাম ড্রাগস বিক্রি করার উদ্দেশে আসে আফতাব আলম আসানসোলের ইসমাইলের বাসিন্দা। তার আগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ সূত্র মারফত জানতে পারে একজন ব্যক্তি আসানসোল থেকে লছিপুর যৌন পল্লীতে ড্রাগস বিক্রি করার উদ্দেশে আসছে। এরপর কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ লছিপুর সংলগ্ন জিটি রোডে স্কুটি চালকে আটক করে তাল্লাশি করায় স্কুটি চালক আফতাবের কাছ থেকে প্রায় ১০গ্রাম ড্রাগস বা হিরোইন নগদ ৩হাজার টাকা, ড্রাগস ওজন করার একটি ছোট্ট মেশিন উদ্ধার করে পুলিশ এরপর আফতাব কে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি ঘটে আজ সন্ধ্যা ৬টায়। ঘটনাস্থলে কুলটি থানার ইনচার্জ কৃষ্ণেন্দু দত্ত, নিয়ামতপুর ফাঁড়ি ইনচার্জ অখিল মুখার্জি সহ অনেকে।

Comments

Popular posts from this blog

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া

বিজেপি কর্মীকে মারধর অভিযোগের তীর তৃণমূলের দিকে ঘটনার প্রতিবাদে সালানপুর থানায় বিক্ষোভ বিজেপির