উত্তরবঙ্গের বন্যাদুর্গতদের সহায়তার জন্য গাড়ি বোঝাই করে ত্রাণ সামগ্রীপাঠালেন কুলটির বিধায়ক ডঃ অজয় ​​পোদ্দার


কাজল মিত্র: কুলটি:- বেশ কয়েকদিন আগে হওয়া বন্যার ফলে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি জনজীবনকে সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে দিয়েছে,সমস্ত মৌলিক সুযোগ-সুবিধা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। যার কথা মাথায় রেখে , বিজেপি বিধায়ক সেখানকার মানুষকে ত্রাণ সরবরাহের জন্য সমগ্র অঞ্চলের কাছে সহযোগিতা কামনা করেন ।কুলটির বিধায়ক ডঃ অজয় ​ পোদ্দার বরাকর বাজারের সকল জনসাধারণের কাছ থেকে একটু একটু করে  ত্রাণসামগ্রী সংগ্রহ করেন।এরপর,শুক্রবার, বরাকর শহরের হনুমান চড়াই এর কাছে বিজেপি বিধায়ক কার্যালয় থেকে বন্যা দুর্গতদের সহায়তার জন্য  একটি গাড়িতে করে  পোশাক এবং খাদ্য সামগ্রী সহ ত্রাণসামগ্রী পাঠানো হয়। এই অনুষ্ঠানে, বিধায়ক ডঃ অজয় ​​পোদ্দার বলেন যে  এই ত্রাণ সামগ্রী বিতরনে জন্যে কুলটি র মানুষের অনেক অবদান রয়েছে। যা এখানকার মানুষ এবং তাদের সেবার গভীর মনোভাব প্রমাণ করে। তিনি বলেন যে এই সাহায্যসামগ্রী সেখানকার মানুষের জন্য অনেক সাহায্য করবে। এদিন এই অনুষ্ঠানে জেলা সম্পাদক সত্যজিৎ দাস, উপাসনা উপাধ্যায় এবং অন্যান্যরা  উপস্থিত ছিলেন।

Comments

Popular posts from this blog

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া

বিজেপি কর্মীকে মারধর অভিযোগের তীর তৃণমূলের দিকে ঘটনার প্রতিবাদে সালানপুর থানায় বিক্ষোভ বিজেপির