উত্তরবঙ্গের ঘটনার প্রতিবাদে কুলটির রানিতলায় পথ অবরোধ করে প্রতিবাদ জানালেন স্থানীয় বিজেপি নেতৃত্ব
কাজল মিত্র: কুলটি:- জলপাইগুড়ির নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শংকর ঘোষের ওপর হামলার প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাচ্ছে গেরুয়া শিবির। তারই অংশ হিসেবে আজ পশ্চিম বর্ধমান জেলার কুলটির রানিতলায় পথ অবরোধ করে প্রতিবাদ জানালেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।
সকাল থেকেই কুলটি-রানিতলা এলাকায় গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই উত্তরবঙ্গে বন্যা-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাওয়া বিজেপি সাংসদ ও বিধায়কের উপর হামলা চালিয়েছে।
এদিনের অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা। অবরোধের জেরে কুলটি এলাকায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারীরা অবিলম্বে হামলাকারীদের কঠোর শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গতকাল উত্তর মালদা’র সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ উত্তরবঙ্গের নাগরাকাটার বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে গেলে হামলার মুখে পড়েন বলে অভিযোগ। এই ঘটনায় সাংসদ খগেন মুর্মুর মাথা ফেটে যায় এবং বিধায়ক শংকর ঘোষের গাড়িতেও ভাঙচুর করা হয়। এই ঘটনার প্রতিবাদেই রাজ্যজুড়ে জেলায় জেলায় পথে নেমেছে বিজেপি।
Comments
Post a Comment