হাসপাতাল থেকে নিখোঁজ রোগীকে না খুঁজে পেয়ে কান্নায় ভেঙে পড়েছে তার পরিবারের সদস্যরা
কাজল মিত্র: জামুড়িয়া:- আসানসোল জেলা হাসপাতাল থেকে রোগী নি খোঁজের ঘটনায় চাঞ্চল্য হাসপাতাল চত্বরে। নিখোঁজের ঘটনা হাসপাতালকেই দায়ি করছে তার পরিবারের লোকজনেরা।এই বিষয়ে আসানসোল দক্ষিন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পরিবার সুত্রে জানা গিয়েছে গত ৩রা অক্টোবর শুক্রবার চিচুড়িয়া ডাঙালপাড়ার বাসিন্দা সমর মুর্মুকে তার পরিবারের লোকজন
আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।তার সঙ্গে ছিল রমেশ হেমব্রম নামে এক আত্মীয়।তার পরের দিন অর্থাৎ শনিবার দুপুরে রমেশ খাবার খেতে হাসপাতাল থেকে বাইরে বের হয়। ওই দিন বিকেলে রোগীর বাড়ির লোকজন রোগিকে দেখতে এলে সমরকে তার বেডে দেখতে পাই না।
হাসপাতালে নার্স ডাক্তারদের কে জিজ্ঞেস করা হলে তারা কোনো উত্তর দিতে পারছে না বলেই অভিজোগ করে তারা। রোগীর পরিবারের লোকজন আশেপাশে খোজাখুজি শুরু করে।তারা সমরকে না পেয়ে গতকাল রাতে আসানসোল দক্ষিন থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এখনো পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায় নি।
তবে এই হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হয়ে যাওয়া বিষয় নিয়ে চিচুড়িয়ার বাসিন্দা তথা চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য ধনঞ্জয় গোপ ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন হাসপাতালে সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তারক্ষী থাকা সত্বেও কিভাবে রোগী নিখোঁজ হয়। তাকে খোজার জন্য পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানান তিনি।
Comments
Post a Comment