গত ৪ অক্টোবর আসানসোল জেলা হাসপাতাল থেকে নিখোঁজ হওয়া রোগীকে পাওয়া গেল রানীগঞ্জের কাশিডাঙার ডাঙার কালি মন্দির সংলগ্ন এলাকা থেকে



কাজল মিত্র: আসানসোল:- আসানসোল জেলা হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হওয়ার খবর প্রচারিত হবার পর শনিবার সকালে ওই ব্যাক্তিকে কাশিপুর এলাকার কয়েকজন যুবক চিনতে পারে এরপরই তারা পুলিশকে বিষয়টি জানায় এবং নিখোঁজ রোগীর বাড়িতে খবর দেওয়া হয় । খবর পেয়ে রানীগঞ্জ থানার পুলিশ ও  নিখোঁজ ব্যাক্তির পরিবারের লোকজন সেখানে যায়। ওই  ব্যাক্তিকে রানিগঞ্জ থানার পুলিশ থানায় নিয়ে আসে। সেখানেই  ওই ব্যাক্তির পরিচয় পত্র দেখে পরিবারের হাতে তুলে দেয় রানীগঞ্জ থানার পুলিশ। ওই ব্যাক্তিকে পেয়ে খুশি পরিবারের লোকজন।
 
প্রশঙ্গত, গত ৩রা অক্টোবর শুক্রবার চিচুড়িয়া ডাঙালপাড়ার বাসিন্দা সমর মুর্মুকে বমি ও ডাইরিয়া উপসর্গ নিয়ে তার পরিবারের লোকজন আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। তার পরের দিন অর্থাৎ শনিবার দুপুরে বাড়ির লোকজন সমর কে হাসপাতালের বেডে দেখতে পাই না।
এর পরেই হাসপাতালে নার্স ডাক্তারদের কে জিজ্ঞেস করা হলে তারা কোনো উত্তর দিতে পারছে না বলেই অভিযোগ  করে  পরিবারের লোকজন।  চারপাশে খোজাখুজি শুরু করে তারা। তাকে না পেয়ে ওই দিন রাতে আসানসোল দক্ষিন থানায় লিখিত অভিযোগ দায়ের করে তার পরিবারের লোকেরা।
তবে শুক্রবার পরিবারের লোকজন নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পান ।

Comments

Popular posts from this blog

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া

বিজেপি কর্মীকে মারধর অভিযোগের তীর তৃণমূলের দিকে ঘটনার প্রতিবাদে সালানপুর থানায় বিক্ষোভ বিজেপির