সালানপুর ব্লকে আয়োজিত হলো বিজয়া সম্মিলনী অনুষ্ঠান, অনুষ্ঠান থেকেই আগামী বিধানসভার প্রস্তুতি ঘোষণা
কাজল মিত্র: সালানপুর:- বাঙালির বড় উৎসব দুর্গাপূজা। আর এই দুর্গাপূজা শেষ হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। আর এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানকে সামনে রেখেই আগামী বিধানসভা নির্বাচন এর প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস ।সেইমতো শুক্রবার সালানপুর ব্লকের রূপনারায়নপুর হিন্দুস্থান কেবলস শ্রমিক মঞ্চে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী অনুষ্ঠান ।সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের দ্বারা আয়োজিত এই বিজয়া সম্মেলনী থেকে ২৬-র বিধানসভা নির্বাচনে চতুর্থ বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী করার ডাক দিলেন মন্ত্রী মলয় ঘটক ।
এদিনের এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক ও আসানসোলের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় ।
এদিন এই সম্মেলনী অনুষ্ঠান থেকে ব্লকের বিভিন্ন ক্লাব, সংগঠন, পূজা মন্ডপ ও প্রবীণ নাগরিকদের সংবর্ধনা দেওয়া হয় ।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের কর্মীদের সতর্ক করার পাশাপাশি সকলকে বিজয়ার শুভেচ্ছা জানান বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়
এদিন তিনি জানান দলের হয়ে কাজ করতে গেলে দলের মত চলতে হবে ।
তাছাড়া তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের কাজ করে, তাই সকলকে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেন তিনি একই সাথে তিনি জানান ব্লকের এমন বহু বুথ রয়েছে যেসব বুথে রেজাল্ট খারাপ করেছে তাদেরকে শুধরে যাওয়ার কথা বলেন তিনি,শুধুই নেতাদের পা চেটে সবজির থলি বাড়ি পৌঁছে দিলে হবে না সাধারণ মানুষের কাজ করে যেতে হবে,। মানুষের কি কি অসুবিধা রয়েছে সেগুলো খোঁজখবর নিতে হবে।
এদিন প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মন্ডল সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র জেলার কর্মাধ্যক্ষ মোঃ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং,মনোজ তেওয়ারী ,শশী পান্ডে সহ ব্লকের সমস্ত প্রধান উপপ্রধানেরা উপস্থিত ছিলেন।
Comments
Post a Comment