দুষ্কৃতীদের তান্ডবে লক্ষাধিক টাকার সামগ্রী সহ পুড়ে ছাই হলো তিনটি দোকান

কাজল মিত্র: রাণীগঞ্জ:- রাতের অন্ধকারে দুষ্কৃতীদের তান্ডবে লক্ষাধিক টাকার সামগ্রী সহ পুড়ে ছাই হলো তিনটি দোকান। 

ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিনের প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় লক্ষাধিক টাকার সামগ্রী বলে জানান স্থানীয়রা। 
ঘটনাটি রানিগঞ্জ থানার সিয়ারসোল রাজবাড়ি মোর সংলগ্ন তিনটি দোকানের।

ঘটনা প্রসঙ্গে জানা যায় রাজবাড়ী মোড়ে মঙ্গলবার রাত্রি প্রায় এগারোটা নাগাদ এই আগুন লাগার ঘটনাটি ঘটে, প্রথমেই একটি চা ও জল খাবারের গুমটির মধ্যে এই আগুন লাগার ঘটনা ঘটে, সেখানে মজুদ থাকা প্রায় লক্ষাধিক টাকা সামগ্রী পুড়ে ছাই হয়। পরবর্তীতে, পাশে থাকা একটি ফুলের দোকান ও তার পাশে থাকা একটি সবজি ও আনাজ পত্রের দোকানে এই আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তে লাগা এই আগুন স্থানীয়রা লক্ষ্য করে, দমকল বিভাগে খবর দিলে, রানীগঞ্জের দমকল বিভাগের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। যদিও এর মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় ওই চা জলখাবারের দোকান। এরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশে থাকা ফুলের দোকান ও সবজির দোকানে । মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায় পরপর তিনটি দোকান। যদিও এ যাত্রায় সংলগ্ন অংশে থাকা ট্রান্সফরমার অল্পের জন্য রক্ষা পায়। আর সংলগ্ন অংশে থাকা আশেপাশের দোকানগুলিও রক্ষা পায়।

Comments

Popular posts from this blog

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া

বিজেপি কর্মীকে মারধর অভিযোগের তীর তৃণমূলের দিকে ঘটনার প্রতিবাদে সালানপুর থানায় বিক্ষোভ বিজেপির