জামুড়িয়ায় পানীয় জলের সংকটকে কেন্দ্র করে রাস্তা অবরোধ, মহিলাদের বিক্ষোভ



কাজল মিত্র: জামুড়িয়া:-

আসানসোল পুরনিগমের ৯ নম্বর ওয়ার্ডে পানীয় জলের সংকটকে কেন্দ্র করে আজ স্থানীয় বাসিন্দারা তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন।
দুর্গা মন্দিরের কাছে চাঁদা থেকে জামুড়িয়া যাওয়া প্রধান সড়ক অবরোধ করে মানুষ রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের মারাত্মক অভাব দেখা দিয়েছে। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়ে আজ মানুষকে রাস্তায় নামতে হয়েছে।

প্রায় দুই ঘণ্টা ধরে রাস্তাটি অবরুদ্ধ থাকায় যানবাহনের দীর্ঘ সারি লেগে যায় এবং পুরোপুরি যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি দ্রুত এলাকায় নিয়মিত পানীয় জলের সরবরাহ পুনরায় চালু না করা হয়, তবে তারা আরও বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেবেন।

Comments

Popular posts from this blog

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া

বিজেপি কর্মীকে মারধর অভিযোগের তীর তৃণমূলের দিকে ঘটনার প্রতিবাদে সালানপুর থানায় বিক্ষোভ বিজেপির