মাধ্যমিক পরীক্ষায় কান্দি মহকুমায় প্রথম স্থানাধিকারী তৃষা ঘোষকে সম্বর্ধনা দিল ইউসুফ পাঠান

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

মুর্শিদাবাদ জেলার কান্দি মণীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাপ্ত ছাত্রী তৃষা ঘোস মাধ্যমিক পরীক্ষায় নম্বর ৬৭৩ উম্বর পেয়ে কান্দি মহকুমায় প্রথম স্থান অর্জন করল। এবং তৃষা ঘোষকে সম্বর্ধনা দিতে আজ বিকেলে পৌঁছন কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক, বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান সম্বর্ধনা জ্ঞাপন করেন, উচ্চমাধ্যমিকে কান্দি মহকুমা প্রথম স্থান অর্জন করার পর স্বভাবতই খুশি প্রকাশ করেছেন তৃষা ঘোষ। এবং কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন তৃষা ঘোষ টান্দি মহকুমায় প্রথম স্থান অর্জন করে শহরের নাম আবারও উজ্জ্বল করেছে। অন্যদিকে ইউসুফ পাঠান এবং পৌরপিতা জয়দেব ঘটক তারাও তৃষা ঘোষকে সাফল্যের স্বীকৃতি স্বরূপ শুভেচ্ছা জানান।

Comments

Popular posts from this blog

১০ লক্ষ টাকার বেশী প্রতারণার অভিযোগ উঠল ইন্সুরেন্সের নামে এক মহিলা কর্মীর বিরুদ্ধে

আসানসোলের বিএনআর মোড়ে প্রতীকী ভাবে এক বস্তা কয়লা নিয়ে বিক্রি করতে বসেন মিম নেতা দানিশ আজিজ

গুসকরা মহাবিদ্যালয়ে শুরু হলো আন্ত কলেজ ক্রীড়া প্রতিযোগিতা