আগামীকাল মাধ্যমিক-২০২৪, প্রকাশিত হতে চলেছে পরীক্ষার ফল

সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান:-

 অবশেষে সমাজ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন গুজব ও জল্পনার অবসান ঘটিয়ে ২ রা মে মাধ্যমিক-২০২৪ এর ফল প্রকাশিত হতে চলেছে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর,  ওইদিন সকাল ৯ টায় ফল প্রকাশিত হবে এবং সকাল ৯.৪৫ থেকে ওয়েবসাইটের মাধ্যমে ছাত্রছাত্রীরা ফল জানতে পারবে।  প্রতিবারের মতো এবারও পর্ষদ প্রথম দশ পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করবে।বৃহস্পতিবার সকাল ন- টায় সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করা হবে বলে মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে বুধবার। পর্ষদের  অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in দেখা যাবে পরীক্ষার ফলাফল।Wbresults.Nic.In এ ক্লিক করেও দেখা যাবে পরীক্ষার ফলাফল।

 প্রসঙ্গত এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে এবং চলেছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষায় বসে।মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এ বছরের ফল প্রকাশ নিয়ে কোন সমষ‍্যা হবেনা বলে আগেই জানিয়ে ছিলেন।বৃহস্পতিবার তা হওয়ায় খুশি সকলেই।অন্যদিকে আগামী ৮ মে প্রকাশিত হবে এ বছরের উচ্চ মাধ‍্যমিক পরীক্ষার ফলাফল।

Comments

Popular posts from this blog

১০ লক্ষ টাকার বেশী প্রতারণার অভিযোগ উঠল ইন্সুরেন্সের নামে এক মহিলা কর্মীর বিরুদ্ধে

আসানসোলের বিএনআর মোড়ে প্রতীকী ভাবে এক বস্তা কয়লা নিয়ে বিক্রি করতে বসেন মিম নেতা দানিশ আজিজ

গুসকরা মহাবিদ্যালয়ে শুরু হলো আন্ত কলেজ ক্রীড়া প্রতিযোগিতা