গ্রীষ্মের দাবদাহে অতিষ্ট জনজীবন



অঙ্কিতা চ্যাটার্জী: আসানসোল:-

গ্রীষ্মের দাবদাহে অতিষ্ট জনজীবন। বৈশাখ মাসের শুরু থেকেই তাপমাত্রার পারদ বাড়তে দেখা গিয়েছে আসানসোলে। তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি ছুঁই ছুঁই; ফলস্বরূপ গরমের তীব্রতাও মারাত্মক। আকাশে মেঘের দেখা নেই। এই গরমে সাধারণ মানুষ হাঁসফাঁস করছেন। বেলা বৃদ্ধির সাথে সাথে রাস্তায় লোকজনের সংখ্যা হ্রাস পাচ্ছে কিন্তু রাস্তায় দেখা যাচ্ছে সেলস ম্যান, ছাত্র, ছাত্রী ও দিন আনা দিন খাওয়া মানুষদের। বেশিরভাগ মানুষই খুব প্রয়োজন ছাড়া বেলা বাড়ার পর থেকে রাস্তায় বেড়াচ্ছেন না; আর যারা বের হচ্ছেন মুখে রুমাল এবং ছাতাসহ'ই তারা বাড়ির বাইরে যাচ্ছেন। এই গরমে রাস্তার ধারে তরমুজ, আখের শরবত, ঠান্ডা পানীয় জল, লস্যি, আইসক্রিম এসব ঠান্ডা জাতীয় পদার্থ বেশি খাচ্ছেন মানুষ। সন্ধ্যের দিকে সূর্যের দেখা না পাওয়া গেলেও তাপমাত্রার তীব্রতা থেকেই যাচ্ছে; তা সত্ত্বেও সন্ধ্যের দিকে মানুষজন বাড়ির বাইরে বের হচ্ছেন এবং অনেকেই বাড়ির বাইরে, গাছের ছায়ায় বসে থাকছেন।

Comments

Popular posts from this blog

১০ লক্ষ টাকার বেশী প্রতারণার অভিযোগ উঠল ইন্সুরেন্সের নামে এক মহিলা কর্মীর বিরুদ্ধে

আসানসোলের বিএনআর মোড়ে প্রতীকী ভাবে এক বস্তা কয়লা নিয়ে বিক্রি করতে বসেন মিম নেতা দানিশ আজিজ

গুসকরা মহাবিদ্যালয়ে শুরু হলো আন্ত কলেজ ক্রীড়া প্রতিযোগিতা