আজকের দিনপঞ্জি

প্রাত্যহিক প্রভাতী শুভেচ্ছা





আজ: ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার, ইংরেজী: ১ মে ২০২৪।

সূর্য উদয়: সকাল ০৫:০৫:৪৫ এবং সূর্য অস্ত: বিকাল ০৬:০১:১৩।
চন্দ্র উদয়: রাত্রি ১২:৫১:৪৪ এবং চন্দ্র অস্ত: সকাল ১২:০৮:৩৫।

কৃষ্ণ পক্ষ 
তিথি: অষ্টমী ( জয়া) সকাল ঘ ০১:০৫:১৮ দং ৫০/০/১৫ পর্যন্ত।
নক্ষত্র: শ্রবণা 

কালরাত্রি: ০২:১৯:৪২ থেকে - ০৩:৪২:৪৬ পর্যন্ত।

জন্মের সময়ে মকর রাশি, বৈশ্য বর্ন, দেব গন, অষ্টোত্তরী বৃহস্পতির দশা এবং বিংশোত্তরী চন্দ্রর দশা।

শুভ দিন: নব বস্ত্র পরিধান, হলপ্রবাহ ও বীজ বপন, ধান্যচ্ছেদন, ক্রয় শুভ, বিক্রি অশুভ, দোকান আরম্ভ।

মে দিবস।আন্তর্জাতিক শ্রমদিবস। 
শ্রমিক দিবস। 

বিপ্লবী শহীদ প্রফুল্লচাকীর আত্মবলিদান দিবস
(১ মে, ১৯০৮ খৃষ্টাব্দে)। 

দিনটি সফল ও মঙ্গলময় হয়ে উঠুক।

Comments

Popular posts from this blog

১০ লক্ষ টাকার বেশী প্রতারণার অভিযোগ উঠল ইন্সুরেন্সের নামে এক মহিলা কর্মীর বিরুদ্ধে

আসানসোলের বিএনআর মোড়ে প্রতীকী ভাবে এক বস্তা কয়লা নিয়ে বিক্রি করতে বসেন মিম নেতা দানিশ আজিজ

গুসকরা মহাবিদ্যালয়ে শুরু হলো আন্ত কলেজ ক্রীড়া প্রতিযোগিতা