প্রাচীন পরম্পরা মেনে অনুষ্ঠিত হল গম্ভীরা গান

তন্ময় মাহারা: মালদা:- প্রাচীন পরম্পরা মেনে অনুষ্ঠিত হল গম্ভীরা গান। পুড়াটুলি জামতল্লি এলাকায় দক্ষিণা কালী মন্দির কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই গম্ভীরা গান। প্রতিবছর বৈশাখ মাসের ১৬ তারিখ গোটা রাত ব্যাপি অনুষ্ঠিত হয় এই গম্ভীরা গান। সেইমতো এই বছরও অনুষ্ঠিত হয় এই গম্ভীর গান। কালি দুর্গা শিব সহ বিভিন্ন দেবদেবী সেজে গম্ভীরা গানে অংশ নেন শিল্পীরা। মালদা জেলার ঐতিহ্যবাহী এই গম্ভীরা গান দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ।

Comments

Popular posts from this blog

১০ লক্ষ টাকার বেশী প্রতারণার অভিযোগ উঠল ইন্সুরেন্সের নামে এক মহিলা কর্মীর বিরুদ্ধে

আসানসোলের বিএনআর মোড়ে প্রতীকী ভাবে এক বস্তা কয়লা নিয়ে বিক্রি করতে বসেন মিম নেতা দানিশ আজিজ

গুসকরা মহাবিদ্যালয়ে শুরু হলো আন্ত কলেজ ক্রীড়া প্রতিযোগিতা