শুশুনিয়া পাহাড়ের পাদদেশে নতুন রাস্তা নির্মাণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়


শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ- আজ বাঁকুড়ার ছাতনায় একগুচ্ছ কর্মসূচি সারলেন রাজ্য পর্যটন দপ্তরের ভাইস চেয়ারম্যান তথা চলচ্চিত্র অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে তিনি ছাতনার বাসুলী মন্দির সংলগ্ন এলাকা পরিদর্শন করেন ও বাসুলী মন্দিরে প্রণাম সেরে সাধারণ মানুষদের সঙ্গে কথাবার্তা বলেন। তারপর ছাতনার বড়ু চন্ডীদাস ভিটা পরিদর্শন করেন তিনি। এরপর ছাতনা কামারকুলি মোড়ে বড়ু চন্ডীদাসের প্রতিকৃতিতে মাল্যদান করেন।

 আজ ছাতনার শুশুনিয়া পাহাড়ের পাদদেশে শুশুনিয়া সুভাষ মোড় বাসস্ট্যান্ড পিচ রাস্তা থেকে ঝর্নাতলা পর্যন্ত রাস্তা নির্মাণ ও সংস্কার কর্মসূচির ফিতে কেটে শুভ উদ্বোধন করেন তিনি। আজ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যে তৃণমূলের বর্তমান সহ-সভাপতি তথা ছাতনার প্রাক্তন বিধায়ক শুভাশিস বটব্যাল, বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাদক্ষ অর্পিতা বিদ, ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, ছাতনা ব্লক তৃণমূল সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ ব্লক স্তরের একাধিক নেতৃত্ব।

Comments

Popular posts from this blog

আসানসোলের বিএনআর মোড়ে প্রতীকী ভাবে এক বস্তা কয়লা নিয়ে বিক্রি করতে বসেন মিম নেতা দানিশ আজিজ

গুসকরা মহাবিদ্যালয়ে শুরু হলো আন্ত কলেজ ক্রীড়া প্রতিযোগিতা