বিএডের শিক্ষার্থীদের মানবাধিকারের মন্ত্র দিলেন সঞ্জয় সিনহা
সংবাদদাতা: আসানসোল:- 'মানবাধিকার সমাজের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, কিন্তু এটা দুর্ভাগ্যের বিষয় যে ভারতের এক-তৃতীয়াংশ এ সম্পর্কে অবগত নয়। তাদের এ বিষয়ে কোনো জ্ঞান নেই। জানার চেষ্টাও করে না। ' এই কথা বলেছেন মিডিয়া পার্সোনালিটি এবং ইন্টারন্যাশনাল ইকুইটেবল হিউম্যান রাইটস সোশ্যাল কাউন্সিলের চেয়ারম্যান সঞ্জয় সিনহা।শহরের হীরাপুরের বিজয় পাল মেমোরিয়াল বিএড কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, আমাদের অধিকার জানতে হবে, তবেই আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করতে পারব, অন্যথায় মানবাধিকার লঙ্ঘিত হতেই থাকবে। আমরা চুপচাপ বসে থাকব। উপলক্ষ ছিল সোশ্যাল কাউন্সিল আয়োজিত মানবাধিকার কর্মশালা।সঞ্জয় সিনহা একশত শিক্ষার্থীকে মানবাধিকারের মন্ত্র পড়িয়ে সচেতন হতে বলেন।সংগঠনের আইন উপদেষ্টা ও অ্যাডভোকেট মোহাম্মদ তানভীর হুসাইনও শিক্ষার্থীদের মানবাধিকার সম্পর্কে প্রাথমিক তথ্য প্রদান করেন।এ উপলক্ষে কলেজের প্রিন্সিপাল ডাঃ শোভন দুয়ারী ও সেক্রেটারি সুপ্রিয় দাসকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদেরও শংসাপত্র দেওয়া হয়। সঞ্জয় সিনহা সহ আসানসোল সিটি প্রেসিডেন্ট (ইয়ুথ উইং) শুভম শর্মা, আসানসোল সিটি প্রেসিডেন্ট (মহিলা শাখা) অনিন্দিতা বিশ্বাস, জেলা আহ্বায়ক অমিত সিং, হরে রাম প্রসাদ উপস্থিত ছিলেন।
Comments
Post a Comment