ইক্যুই ডাইভারসিটি ফাউন্ডেশন ও নানুর দক্ষিণ চক্রের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে নানুর বিধানসভায় ৩ তে করোনা সেফ হোম

ইক্যুই ডাইভারসিটি ফাউন্ডেশন ও নানুর দক্ষিণ চক্রের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে নানুর বিধানসভায় ৩ তে করোনা সেফ হোম।

রোহিত শেখ: বীরভূম:- 

 করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউও করোনা তে  আক্রান্ত হয়ে কয়েক লক্ষ মানুষ মারা গেছেন। তৃতীয় ঢেউ আসতে না আসতে রাজ্য সরকার ও বিভিন্ন সংস্থা থেকে করোনার সেফ হোমের ব্যবস্থা করা হয়েছে। দিন দিন বাড়ছে করোনার সংক্রমণ যদিও দ্বিতীয় ঢেউয়ের শেষে দিন দিন কমছে করোনার আক্রান্ত ও মৃত্যুর। দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের অভাবে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে সেই অক্সিজেনের ঘাটতি মেটাতে বিভিন্ন সংস্থা ও সরকার অক্সিজেনে ঘাটতি মিটিয়েছে। করোনার সংক্রমণ হলেই ঠিকঠাক চিকিৎসা ও আইসোলেশনের প্রয়োজন আর সেই প্রয়োজনকে মেটাতে রাজ্যের ও বিভিন্ন সংস্থার উদ্যোগে স্কুল কলেজ কে কোভিদ আইসোলেশন সেন্টার এ পরিণত করা হয়েছে।

নানুর দক্ষিণ চক্রের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সঙ্গে ইক্যুইডাইভারসিটি ফাউন্ডেশনের সংযোগ ঘটিয়ে  করলেন অসাধ্য সাধন।ঐ দুটি সংগঠনের উদ্যোগে নানুরে চালু হলো তিন তিনটি কমিউনিটি আইসোলেসন সেন্টার। এক্ষেত্রে নানুর ব্লকের তিনটি প্রান্ত বেছে নিয়ে দাসকলগ্রামে রাজবীণা বি এড,ডি-এল-এড কলেজ,কীর্ণাহার কল্লোল ভবন ও বাসাপাড়া কৃষক বাজারে চালু হলো আইসোলেসন সেন্টার তিনটি যা আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল কীর্ণাহারের কল্লোল ভবনে‌। উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ,নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি,নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য, সংশ্লিষ্ট শিক্ষক সংগঠনের জেলা সহ সম্পাদক সুদীপ মাহাতা,কীর্ণাহার ১নং গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবরাম চট্টোপাধ্যায়। এছাড়াও আজকে কীর্ণাহারের আইসোলেসন সেন্টারে যান পঞ্চায়েত সমিতির সভাপতি মধুসূদন পাল,নানুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌভিক ঘোষাল ও কীর্ণাহার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডঃ সুমন চৌধুরী প্রমুখ।

Comments

Popular posts from this blog

আসানসোলের বিএনআর মোড়ে প্রতীকী ভাবে এক বস্তা কয়লা নিয়ে বিক্রি করতে বসেন মিম নেতা দানিশ আজিজ

গুসকরা মহাবিদ্যালয়ে শুরু হলো আন্ত কলেজ ক্রীড়া প্রতিযোগিতা

শুশুনিয়া পাহাড়ের পাদদেশে নতুন রাস্তা নির্মাণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়